আমুদরিয়া নিউজ: সম্প্রতি আর্থিক জালিয়াতির অভিযোগে বিদ্ধ হওয়ার পর এবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজেদের বহু পুরনো ও বিলাসবহুল রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। মঙ্গলবার সমাজমাধ্যমে এই খবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। লেখেন, “এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়েন বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা।” শিল্পা ও রাজের রেস্তরাঁটি ২০১৬ সালে তৈরি হয়েছিল। সামুদ্রিক খাবারের জন্য বিখ্যাত ছিল রেস্তরাঁটি।