আমুদরিয়া নিউজ: ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় এবার মুম্বই পুলিশের জেরার মুখে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টী। লক্ষ্মীপুজোর দিন নিজের বাড়িতেই জেরা করা হয় শিল্পাকে। অভিনেত্রীকে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে আর্থিক প্রতারণায় তাঁর ভূমিকা এবং লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিল্পার বয়ানের সঙ্গে ব্যাঙ্কের খাতায় আর্থিক লেনদেনের হিসাব মিলিয়ে দেখেন কর্মকর্তারা। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। এই তারকা দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। তার অভিযোগ শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা মিলে না কি ৬০.৪ কোটি টাকার প্রতারণা করেছেন। এই মামলায় সেপ্টেম্বরে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধদমন শাখা অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী রাজের বক্তব্য রেকর্ড করেছে।