আমুদরিয়া নিউজ: গণেশচতুর্থী উপলক্ষ্যে সেজে উঠেছে মহারাষ্ট্র। মুম্বইয়ে তারকাদের ঘরে ঘরে পুজো। ফি বছর ঘটা করে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়িতে গণপতি আরাধনা হয়। তবে এবছর ঘরে পা রাখেননি বাপ্পা। আসলে গণপতি উৎসব শুরুর মুখেই নিকট আত্মীয়কে হারিয়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি। অশৌচ থাকার কারণেই এবার পুজো করতে পারলেন না তাঁরা। আর সেই কারণেই পুজোর দিনে মন ভালো নেই অভিনেত্রীর। শিল্পা শেট্টি জানিয়েছেন, “এবছর গভীর শোকের সঙ্গে আমরা আপনাদের জানাচ্ছি যে, পরিবারের শোকের কারণে আমরা এবার গণপতি উৎসব পালন করব না। রীতি অনুযায়ী ১৩ দিন শোক পালন করতে হবে আমাদের। তাই যে কোনও ধর্মীয় উৎসব থেকে বিরত থাকছি। আপনাদের সকলের সহানুভূতি এবং প্রার্থনা কাম্য।”