আমুদরিয়া নিউজ : ঢাকার দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে বিপুল স্বর্ণ উদ্ধারের ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার আদালতের অনুমতি নিয়ে দুদক, এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটো খোলা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, সেখানে মোট ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে।
গত ১৭ সেপ্টেম্বর সিআইসি লকার দুটি জব্দ করেছিল। কর্মকর্তারা জানান, স্বর্ণের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু বস্তু থাকতে পারে। জব্দ তালিকা প্রস্তুত হওয়ার পর সেসব তথ্য প্রকাশ করা হবে। দুদক জানিয়েছে, বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।