আমুদরিয়া নিউজ : কদিন আগে অবধি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সেখ হাসিনা দাবি করেছিলেন, তাঁর আমলে ছাত্র-যুব বিক্ষোভ দমনে মৃত্যুর দায় তাঁর নেই। কিন্তু, বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তাঁর আমলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দায় নিচ্ছেন কি না প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছেন, দেশের নেত্রী হিসেবে তিনি চূড়ান্ত ভাবে সব দায়িত্ব গ্রহণের জন্য অঙ্গীকারবদ্ধ। অর্থাৎ পরোক্ষে হলেও কিছুটা দোষ স্বীকার করেছেন তিনি। তবে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল বলে অবিযোগ করেন। তিনি দাবি করেছেন, তিনি আইনরক্ষকদের ওই ধরনের দমনমূলক কোনও নির্দেশ দেননি।