আমুদরিয়া নিউজ: কেড়ে নেওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার। বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না মুজিবকন্যা। এমনকি তাঁর পরিবারের সব সদস্যেরও ভোটাধিকার বাতিল করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র না থাকলে কেউ বাইরে থেকে ভোট দিতে পারবেন না। হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ‘লক’ করে দেওয়া হয়েছে। ফলে তিনি দিল্লিতে বসে আর ভোট দিতে পারবেন না। এই একই নিয়ম হাসিনার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব। প্রসঙ্গত, ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় সংসদের ভোট হতে পারে বাংলাদেশে।
