আমুদরিয়া নিউজ : বৃহস্পতিবার রাজ্যসভায় শান্তি (SHANTI) বিল ২০২৫ নিয়ে আলোচনা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানান, পারমাণবিক শক্তির নিরাপত্তা ব্যবস্থায় কোনও আপস করা হবে না। এই বিলের মাধ্যমে ভারতের পারমাণবিক শক্তি নীতিকে আধুনিক করা হবে, তবে সুরক্ষা ও নিয়ন্ত্রণ আগের মতোই থাকবে। বেসরকারি সংস্থার অংশগ্রহণ নিয়ে উদ্বেগের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে ফিসাইল পদার্থ, ব্যবহৃত জ্বালানি ও ভারী জলের সম্পূর্ণ দায়িত্ব সরকারের হাতেই থাকবে। ইতিমধ্যেই লোকসভায় বিলটি পাস হয়েছে। সরকার ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে।