আমুদরিয়া নিউজ: বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর ডান হাতের লিগামেন্টে আঘাত রয়েছে। এখন ওষুধপত্র খেতে হবে। এদিন হাসপাতাল থেকে বেরিয়ে শঙ্কর জানিয়েছেন, আগের চেয়ে ভাল আছেন। তিনি বলেন, ‘‘ব্যথা রয়েছে। আপাতত বাড়ি ফিরছি। কিন্তু ওই ঘটনা পরিকল্পিত ছিল।’’ অন্য দিকে, হাসপাতাল সূত্রে খবর, জখম মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তবে রক্তে শর্করার মাত্রা বেশি রয়েছে খগেনের। তাঁকে বেশি কথাবার্তা বলতে বারণ করা হয়েছে। শারীরিক পরিস্থিতির খানিক উন্নতি হলে অস্ত্রোপচার করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর।
