আমুদরিয়া নিউজ: চাকরি গেল মহম্মদ রিজওয়ানের। তাঁকে সরিয়ে পাকিস্তানের একদিনের দলের নতুন অধিনায়ক হলেন শাহিন আফ্রিদি। সোমবার রাতে পিসিবির তরফ থেকে জানানো হয়, রিজওয়ানের পরিবর্তে ওয়ানডে টিমের অধিনায়ক হচ্ছেন শাহিন আফ্রিদি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই দায়িত্ব নেবেন তিনি। কেন রিজ়ওয়ানকে সরানো হল, তার কোনও ব্যাখ্যা পাক বোর্ডের বিবৃতিতে জানানো হয়নি। ২০২৪ সালের জানুয়ারিতে মাত্র দু’মাসের জন্য শাহিনকে টি–২০ অধিনায়ক করা হয়েছিল। কিন্তু নিউ জিল্যান্ডের কাছে ১-৪ ফলে সিরিজ হারার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়।