আমুদরিয়া নিউজ: আলিবাগে একটি কৃষিজমি কেনার অভিযোগে আইনি জটে শাহরুখ-কন্যা সুহানা খান। জানা যাচ্ছে, সম্প্রতি মুম্বই থেকে ৮৯ কিলোমিটার দূরে আলিবাগে একটি জমি কেনেন সুহানা। সেই জমির দাম ১২.৯১ কোটি টাকা। জমির স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৭.৪৬ লক্ষ টাকা জমাও দিয়েছেন। কিন্তু এই জমি কেনার সময়ে নথিপত্রে সুহানাকে নাকি একজন কৃষক হিসেবে দেখানো হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যাচ্ছে, এই জমির মালিকানা আসলে রয়েছে প্রশাসনের কাছে। এই জমি শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করা হবে বলেই রাখা ছিল। ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বর্তমানে সুহানা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখবেন তিনি।