আমুদরিয়া নিউজ: দেশের সবচেয়ে ধনী অভিনেতা হলেন শাহরুখ খান। বর্তমানে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা ১২ হাজার ৪৯০ কোটি টাকা। এই পরিমাণ সম্পত্তি নিয়েই তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়েছেন। প্রত্যেক বছরই ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির নিরিখে একটি ক্রমতালিকা প্রকাশ করে হুরুন ইন্ডিয়া। সেখানে শাহরুখ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন। ভারতীয় অভিনেতাদের তালিকায় শাহরুখের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন জুহি চাওলা, যাঁর সম্পত্তির পরিমাণ ৭,৭৯০ কোটি টাকা। তৃতীয় স্থানে ২,১৬০ কোটি টাকার সম্পত্তি নিয়ে রয়েছেন হৃতিক রোশন। চতুর্থ স্থানে রয়েছেন কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে অমিতাভ বচ্চন। পাশাপাশি এই প্রথম কোনও ভারতীয় তারকা ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ জায়গা করে নিলেন। হলিউডের তাবড় তারকাদেরও সম্পত্তির দিক দিয়ে পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ। মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের সম্পত্তির পরিমাণ ১.৩ বিলিয়ন, সেলিনা গোমেজের সম্পত্তির পরিমাণ ৭২০ মিলিয়ন, টম ক্রুজের সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন। এঁদের সকলকেই পেছনে ফেলে দিয়েছেন শাহরুখ খান।