আমুদরিয়া নিউজ: প্রতারণার অভিযোগে বলিউডের দুই তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামে দায়ের হয়েছে এফআইআর। এক গ্রাহকের দায়ের করা প্রতারণার মামলায় শাহরুখ ও দীপিকা এবং হুন্দাই সংস্থার ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে রাজস্থানের ভরতপুরে এফআইআর দায়ের করা হয়েছে। কীর্তি সিং নাম ভরতপুরের বাসিন্দা এক আইনজীবী এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগ তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। আইনজীবীর অভিযোগ, গাড়িটি কেনার পর থেকেই নানারকম যান্ত্রিক সমস্যা দেখা দেয়। কিছুদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড়সড় সমস্যা দেখা দেয়। বার বার সহায়তা চেয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এক পর্যায়ে বিরক্ত হয়েই গাড়ি প্রস্তুতকারী সংস্থার আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। সেই এফআইআরেই নাম রয়েছে শাহরুখ ও দীপিকার। কারণ ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ ও দীপিকা। তাঁরা গাড়ির প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে জুড়েছে তাঁদের নাম। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।