আমুদরিয়া নিউজ : সম্প্রতি সাক্ষী মালিকের আত্মজীবনী উইটনেস প্রকাশিত হয়েছে। সেখানে সাক্ষী খোলাখুলি তাঁর জীবনের অনেক কথা লিখেছেন। একটি পরিচ্ছদে দেশের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। ২০১২ সালের এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ হয়েছিল বিদেশে। সে সময়ে একদিন হোটেল থেকে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে ব্রিজভূষণের ফোন নিয়েছিলেন। তাঁর রুমে বসেই কথা বলছিলেন। সাক্ষীর অভিযোগ, কথা শেষ হতেই ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্থা করেন। তিনি রুখে দাঁড়ালে ব্রিজভূষণ নাকি বলতে থাকেন, তিনি সাক্ষীর বাবার মত! ব্রিজভূষণের প্রতিক্রিয়া এখনও সংবাদ মাধ্যমে আসেনি।