আমুদরিয়া নিউজ: রাজৌরিতে পাক গোলাবর্ষণে মৃত্যু হল জম্মু–কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক রাজকুমার থাপার। গুরুতর আহত হয়েছেন আরও ২ সরকারি কর্মী। গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজকুমার থাপার বাড়িও। প্রশাসনের তরফে জানানো হয়েছে, শনিবার ভোরে রাজৌরিতে পাক সেনার গোলা এসে পড়ে রাজকুমার থাপার বাড়িতে। তাতে গুরুতর জখম হন ওই পদস্থ আধিকারিক ও তাঁর দুই কর্মী। তাঁদের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে থাপাকে মৃত ঘোষণা করা হয়। দুই কর্মীর অবস্থাও আশঙ্কাজনক বলেই খবর।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘একজন ভাল অফিসারকে হারালাম। গতকাল তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। আমি যে ভার্চুয়াল বৈঠক করেছিলাম, সেখানেও ছিলেন। শোকপ্রকাশের ভাষা নেই।’