আমুদরিয়া নিউজ : ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম স্টাইল আইকন হলেন এখন স্মৃতি মান্ধানা। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, যেখানে কিছুদিন আগেই ভারতের মহিলা দল বিশ্বকাপ জিতেছে, সেই মাঠেই চোখ বেঁদে নিয়ে যাওয়া হল।
না ক্রাইম থ্রিলার নয়. এটা প্রাকবিবাহ অনুষ্ঠান। বিয়ের জন্য প্রপোজ করা!
গায়ক ও সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের প্ল্যান ছিল এটা। সুনসান চারদিক। অন্ধকার। তাঁর টিমমেট ও কাছের মানুষরা নিঃশব্দে দাঁড়িয়ে। স্টেডিয়ামের আলো নিভিয়ে ফ্লাডলাইট জ্বালানো। স্মৃতির চোখ বেঁধে মাঠে নিয়ে এল পলাশ। হঠাৎ সুরের মূর্ছনা। আলো জ্বলে উঠল। চোখ খুলতেই স্মৃতি দেখলেন, পলাশ সামনে এক হাঁটু গেড়ে, হাতে গোলাপ আর এনগেজমেন্ট রিং নিয়ে।
স্মৃতি ‘হ্যাঁ’ বলে দিলেন । তারপর আংটি হাতে নিয়ে স্মৃতিও পরিয়ে দিলেন পলাশের আঙুলে । দুই হাত তুলে দু’জনেই দেখালেন: ‘হ্যাঁ, আমরা প্রস্তুত!’ততক্ষণে স্টেডিয়ামে হাজির তাদের বন্ধু-বান্ধবরা। কেউ নাচছে, দিচ্ছেন হাততালি । পলাশের বোন পলক মুচ্ছল স্মৃতির কাঁধে হাত রেখে বললেন—‘ওয়েলকাম টু দ্য ফ্যামিলি!’
পলাশ ইনস্টায় এটা শেয়ার করেছেন। লেখেন : ‘সি সেড ইয়েস!’ পোস্টটি চোখের ভাইরাল হয়েছে। স্মৃতি নিজেও এক মজাদার রিলের মাধ্যমে এনগেজমেন্ট নিশ্চিত করেন। ইনস্টাগ্রামের একটি ভিডিওতে দেখা যায়, তাঁর টিমমেটরা ‘সামঝো হো হি গায়া’ গানের তালে নাচছেন। শেষে স্মৃতি ক্যামেরার সামনে আংটি দেখিয়ে হাসিমুখে জানান— ‘ইটস অফিসিয়াল’! তাদের সম্পর্কের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। আগামীকাল, ২৩ নভেম্বর ২০২৫ বিয়ে।