আমুদরিয়া নিউজ ডেস্ক : কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার মোট ২৬টি আসনে ভোটচগ্রহণ চলছে। বেলা ১১টা অবধি প্রায় ২২ শতাংশ ভোট পড়েছে বলে সরকারি সূত্রের খবর। আজ পুঞ্চ, রাজৌরির মতো এলাকায় ভোট হচ্ছে। তৃতীয় দফার ভোট হবে ১ অক্টোবর। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরে এবারই প্রথম ভোট হচ্ছে। প্রথম দফায় প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে।
