আমুদরিয়া নিউজ: হিন্ডেনবার্গের তোলা যাবতীয় অভিযোগ খারিজ করে আদানি গোষ্ঠীকে ক্লিনচিট দিল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া)। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। গত বছর জানুয়ারিতে মার্কিন শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ দাবি করে, নিজেদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা। সেবির বিধিকে ফাঁকি দিতে ভুঁইফোঁড় বিদেশি সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ার কিনিয়েছে তারা। উদ্দেশ্য, অতিরিক্ত নিয়ন্ত্রণ হাতে রাখা। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানির সংস্থাগুলির শেয়ার হু হু করে পড়তে থাকে। আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছিল সেবি। তদন্তের পর সেবি জানিয়েছে, হিন্ডেনবার্গের তোলা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। ইনসাইডার ট্রেডিং, শেয়ার দরে কারচুপি বা পাবলিক শেয়ারহোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা।
