আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সন্ত্রাসবাদীদের খোঁজে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় দুইজন সন্দেহভাজন সন্ত্রাসী একটি গ্রামের বাড়িতে ঢুকে খাবার চায় এবং খাবার নেওয়ার পর কাছের জঙ্গলের দিকে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী একসঙ্গে পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। নিরাপত্তার কারণে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আগেও এই অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ দেখা গেছে, তাই বাহিনী খুব সতর্ক রয়েছে।