আমুদরিয়া নিউজ : সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো থেকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (SDF)-এর বাহিনী সম্পূর্ণভাবে সরে গেছে। কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি ও নিরাপদ প্রত্যাহার চুক্তির পর বাহিনী প্রত্যাহার হয়। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় এসডিএফ যোদ্ধাদের পাশাপাশি আহত ব্যক্তি ও সাধারণ নাগরিকদেরও নিরাপদে এলাকা ছাড়ার সুযোগ দেওয়া হয়। সংঘর্ষের কারণে বহু পরিবার বাস্তুচ্যুত হয়েছে এবং বেশ কয়েকজন নিহত ও আহত হওয়ার খবর পাওয়া গেছে। SDF চলে যাওয়ার পর সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সংশ্লিষ্ট এলাকাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পর্যবেক্ষকদের আশঙ্কা, রাজনৈতিক সমাধান না হলে ভবিষ্যতে আবারও উত্তেজনা ও হিংসা ছড়িয়ে পড়তে পারে।