আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয়েছে। তালিকায় রয়েছে অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও। এমনকি যে স্কুলে তাঁরা কর্মরত সেই স্কুলেরও নাম নেই। তালিকায় ‘দাগি অযোগ্য’দের মধ্যে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য কত জন নিয়োগ পেয়েছিলেন, তা আলাদা ভাবে উল্লেখ করা নেই। এদিন তালিকা প্রকাশ ঘিরেও নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কমিশনের দফতরে। প্রাথমিক ভাবে একটি খসড়া তালিকা প্রকাশ্যে আসে। কিন্তু ওয়েবসাইটে তা আপলোড করা হয়নি। কিছু ক্ষণের মধ্যেই জানা যায়, ওই খসড়া তালিকা প্রত্যাহারও করে নিয়েছে কমিশন। এর পরেই শনিবার দুপুরে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পৌঁছে যান কমিশনের দফতরে। সেখানে আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয়। আইনি পরামর্শ নেওয়া হয়। শেষে শনিবার সন্ধ্যায় চূড়ান্ত তালিকা প্রকাশ করে এসএসসি।