আমুদরিয়া নিউজ : নাইজেরিয়ায় আবার একটি মিশনারি স্কুলে হামলা চালিয়ে ২২৭ জন ছাত্র-শিক্ষককে অপহরণ করা হয়েছে। য়াদের মধ্যে ২১৫ জন ছাত্রী। শুক্রবার নাইজেরিয়ার সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে একটি গার্লস বোর্ডিং স্কুল থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করা হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ হল নাইজেরিয়া। পর পর এমন ঘটনা ঘটছে। তাই বহু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনার নিন্দা করে হুঁশিয়ারি দিয়েছেন।