আমুদরিয়া নিউজ: এসএসসি-র নিয়োগপ্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই অযোগ্য। তাঁরা আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তাতে চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। এদের একাংশকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করে শীর্ষ আদালত। তার মধ্যেও তিন ধরনের শিক্ষক-শিক্ষাকর্মীরা রয়েছেন। যারা সাদা খাতা জমা দিয়েছিলেন, যারা ‘র্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেয়েছেন, আর যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও চাকরি পেয়েছেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দিয়েছিল আদালত। এদের মধ্যে যারা ‘র্যাঙ্ক জাম্প’ করে চাকরি পেয়েছেন তাঁরাই পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু ওই মামলার শুনানিতেই এদিন আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ব়্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন তাঁরা নিয়োগের ওই পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
