আমুদরিয়া নিউজ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় ধালে প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে। জোটের দাবি, বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবেইদি নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দেওয়ায় এই হামলা চালানো হয়। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জোট জানায়, আল-জুবেইদির মঙ্গলবার রাতে এডেন থেকে রিয়াধে যাওয়ার কথা ছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংঘাত নিরসনের লক্ষ্যে ওই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তিনি বিমানে না উঠে অজ্ঞাত স্থানে পালিয়ে যান বলে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, আল-জুবেইদি সাঁজোয়া যান, ভারী ও হালকা অস্ত্র এবং গোলাবারুদসহ একটি বড় বাহিনী সংগঠিত করেন। ওই বাহিনী মধ্যরাতে এডেন ত্যাগ করে ধালে প্রদেশে অবস্থান নেয়। এরপর স্থানীয় সময় ভোর ৪টায় জোট প্রতিরোধমূলক হামলা চালায়। এ ঘটনায় এসটিসি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।