আমুদরিয়া নিউজ: জয় দিয়ে সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু করলেন ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। চিরাগ ও সাত্ত্বিক বুধবার মাত্র ৪০ মিনিটে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে যান। স্ট্রেট গেমে (২১-১৬, ২১-১৩) তাঁরা হারান মালয়েশিয়ার চুং হন জিয়ান ও মুহম্মদ হাইকালকে। দ্বিতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার সবর কারিয়ামান গুতামা ও মোহ রেজ়া পাহলেভির বিরুদ্ধে খেলতে নামবেন তাঁরা। তবে চোটের কারণে প্রথম রাউন্ডেই ম্যাচ ছাড়লেন লক্ষ্য সেন। দেশের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় লক্ষ্য প্রথম রাউন্ডে নেমেছিলেন চাইনিজ় তাইপেইয়ের লিন চুন ই-র বিরুদ্ধে। প্রথম গেম ২১-১৫ পয়েন্টে জিতে নেন লক্ষ্য। দ্বিতীয় গেম থেকে পিঠে ব্যথা শুরু হয় তাঁর। লিন দ্বিতীয় গেম জেতেন ২১-১৭ পয়েন্টে। তৃতীয় গেমেও পিছিয়ে ছিলেন লক্ষ্য। শেষমেশ ৫-১৩ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচ ছাড়েন তিনি।