আমুদরিয়া নিউজ: মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনার পরদিনই তড়িঘড়ি পদক্ষেপ। বদল হল দিল্লির পুলিশ কমিশনার। দায়িত্ব থেকে সরানো হল এসবিকে সিংকে। তাঁর জায়গায় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা। সতীশ পুলিশ কমিশনার হওয়ার আগে ডেপুটি পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার এবং স্পেশ্যাল কমিশনারের (আইনশৃঙ্খলা এবং গোয়েন্দা) দায়িত্বও সামলেছেন। ২০২০-র উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার সময় তিনি ছিলেন বিশেষ পুলিশ কমিশনার।
