আমুদরিয়া নিউজ: আরও এক ক্রিকেট দলের মালিক হলেন সঞ্জীব গোয়েঙ্কা। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার অরিজিনালের ৭০ শতাংশের মালিকানা কিনেছেন কলকাতার এই শিল্পপতি। বৃহস্পতিবার সেই চুক্তি হয়েছে। জানা গিয়েছে, দ্য হান্ড্রেড লিগে নতুন দলের নাম হবে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস। অগস্ট মাসে শুরু হচ্ছে দ্য হান্ড্রেড। তবে এ বার সেখানে ম্যাঞ্চেস্টার অরিজিনাল নামেই খেলবে দল। পরের বার থেকে নতুন নামে খেলবে গোয়েন্কার এই দল। এর আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে ডারবানের দল কিনেছেন গোয়েন্কা। লখনউ সুপার জায়ান্টসের মতো সেই দলের নাম তিনি রেখেছেন ডারবান সুপার জায়ান্টস। এছাড়া ফুটবলেও একটা দল রয়েছে গোয়েন্কার। কলকাতার ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টসের মালিক তিনি।