আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড় ‘মান্থা’র জেরে উত্তরবঙ্গে ভারী ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল দার্জিলিঙের সান্দাকফু। প্রশাসন জানিয়েছে, মানেভঞ্জন থেকে সান্দাকফু পর্যন্ত যাত্রা আপাতত বন্ধ রাখা হচ্ছে। করা যাবে না ট্রেকিংও। নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশই বহাল থাকবে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় অতি প্রবল বর্ষণের পূর্বাভাসও রয়েছে। এ ছাড়া, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলার জন্য রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার।
 
			 
					 
		 
		 
		 
		