আমুদরিয়া নিউজ: প্রয়াত অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর বাবা তথা নাট্যকার-অভিনেতা নীলাদ্রি লাহিড়ী। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। বয়স হয়েছিল ৬৬। জানা গিয়েছে দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন নীলাদ্রি। হার্টের সমস্যায় ভুগছিলেন। বাইপাস সার্জারি হয়েছিল সম্প্রতি। কিন্তু শেষরক্ষা আর হল না। বাবাকে হারিয়ে শোকস্তব্ধ সম্পূর্ণা। প্রসঙ্গত, ছোট পর্দায় অতি পরিচিত মুখ ছিলেন নীলাদ্রি লাহিড়ী। ‘মিঠাই’, ‘শুভদৃষ্টি’, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দার পাশাপাশি নাটকের মঞ্চেও তিনি জনপ্রিয় ছিলেন। একাধিক বাংলা সিনেমাতেও দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন নীলাদ্রি।
