আমুদরিয়া নিউজ: শাহরুখ খান এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ-পুত্রের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’। সিরিজ়ের একটি চরিত্রের সঙ্গে দর্শক মিল পেয়েছে সমীর ওয়াংখেড়ের। অভিযোগ চরিত্রটির মাধ্যমে এনসিবি-র প্রাক্তন আধিকারিককে নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান! ২০২১ সালে মাদকযোগের অভিযোগে একটি ক্রুজ় পার্টি থেকে গ্রেফতার করা হয়েছিল আরিয়ানকে। সেই সময়ে এনসিবি আধিকারিক ছিলেন সমীর। সংশোধনাগারেও থাকতে হয়েছিল শাহরুখ-পুত্রকে। পরে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ ওয়েব সিরিজ়ে এক এনসিবি আধিকারিকের চরিত্র, যাঁর চেহারার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে সমীর ওয়াংখেড়ের। নেটিজেনরা বলছেন, ইচ্ছাকৃত ভাবেই সেই চরিত্রে খোঁচা দেওয়া হয়েছে প্রাক্তন আধিকারিককে। আর সেসব দেখেই মহাক্ষিপ্ত সমীর ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগ, সিরিজের তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সূত্রের খবর, উচ্চ আদালতে শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন সমীর ওয়াংখেড়ে। এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজ তুলে নেওয়ার দাবিও করেছেন তিনি।