আমুদরিয়া নিউজ: বিষ্ণোই গ্যাংয়ের লাগাতার প্রাণনাশের হুমকির মাঝে নিরাপত্তায় আর জোর দিয়ে ৩ কোটি ৪০ লক্ষের বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সলমন খান। একটা ‘বুলেটপ্রুফ’ গাড়ি ছিলই। আরও একটা ‘বুলেটপ্রুফ’ গাড়ি কিনলেন তিনি। ভারতে খুব পরিচিত গাড়ি নয় এটি। একাধিক উন্নত মানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িতে। প্রতি ঘণ্টায় সবোর্চচ ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। গাড়ির ইঞ্জিনও অত্যাধুনিক। ১৯৯৮ সালের অক্টোবরে রাজস্থানে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন সলমন খান। তাঁর সঙ্গে ছিলেন সোনালি বেন্দ্রে, সইফ আলি খান ও তাব্বু। সেই সময় অভিনেতার বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। আর তারপর থেকে বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন। কয়েক বছর ধরে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।