আমুদরিয়া নিউজ: সাত বছরের দাম্পত্যে ইতি পড়ল। স্বামী পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন অলিম্পিকে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। সামাজিক মাধ্যমে সাইনা লেখেন, ‘অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি।’ ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে জড়িয়েছিলেন দুই ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ। তার আগে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। হায়দরাবাদে পুল্লেলা গোপীচন্দের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে বড় হয়েছেন এবং ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন। পারুপল্লী কাশ্যপও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন।