আমুদরিয়া নিউজ: গত সপ্তাহেই রাশিয়ায় গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহে এবার রাশিয়ায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আগামী ২১ অগস্ট রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হবে দু’দেশের বিদেশমন্ত্রীর। সম্প্রতি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের শুল্ক-হুমকির পর রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করেনি ভারত। এরই মধ্যে গত সপ্তাহেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কোতে যান। সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন তিনি। এই প্রেক্ষাপটে বিদেশমন্ত্রী জয়শঙ্করের আসন্ন রাশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
