আমুদরিয়া নিউজ: ক্যানসার ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন বলে দাবি করলেন রুশ বিজ্ঞানীরা। তাঁদের দাবি, এই ভ্যাকসিন এখন ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রস্তুত। এমনটাই জানিয়েছেন রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা। রাশিয়ার বিজ্ঞানীর যে ভ্যাকসিন তৈরি করছেন, তার নাম ‘এনটেরোমিক্স ভ্যাকসিন’। কোভিড -১৯ ভ্যাকসিনের মতো ক্যানসারের টিকাও mRNA প্রযুক্তিতে তৈরি হয়েছে। দুর্বল ভাইরাস ব্যবহার করার পরিবর্তে, mRNA ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ভেরোনিকা স্কোভরটসোভা বলেন, বছরের পর বছর গবেষণার পর ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। জানা যাচ্ছে প্রাথমিক ভাবে কোলোরেক্টাল ক্যান্সার রোগ নিরাময়ে এই টিকা প্রয়োগ করা হবে, যা হল বৃহদান্ত্রের ক্যান্সার। পাশাপাশি, গ্লিওব্লাস্টোমা, যা কি না মস্তিষ্কের দ্রুত বর্ধনশীল ক্যান্সার, ত্বকের ক্যান্সার মেলানোমা, অকুলার মেলানোমা, যা চোখের ক্ষতি করে, তার উপরও প্রয়োগ করা হবে এই টিকা।
