আমুদরিয়া নিউজ : রাশিয়ার শীর্ষ তদন্ত কমিটি জানিয়েছে যে, শুক্রবার মস্কোর বারিরে একটি গাড়িতে বোমা হামলায় একজন রাশিয়ান লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হয়েছেন। চার মাসের মধ্যে এটি রাশিয়ার একজন শীর্ষ সামরিক কর্মকর্তার উপর দ্বিতীয়বারের মতো হামলা।
