আমুদরিয়া নিউজ : ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা চলছে। ইুরোপের একাধিক দেশ নানা শর্ত আরোপ করতে চাইছে। অনেকেই ইউক্রেনের পাশে রয়েছে। এই অবস্থায় মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট এক সভায় যোগ দিতে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপের কিছু দেশ যুদ্ধ বন্ধের জন্য যা শর্ত আরোপ করতে চাইছে, তা রাশিয়া মানতে পারবে না। পুতিনের হুমকি, রাশিয়া ইউরোপের সঙ্গে লড়াই চায় না। কিন্তু, যদি ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া সে জন্য তৈরি।