আমুদরিয়া নিউজ: মার্কিন শান্তি বার্তা উপেক্ষা করেই এবার জলপথেও হামলা। রাশিয়ার ড্রোন হামলায় ডুবল ইউক্রেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ সিমফেরোপোল। বৃহস্পতিবার একটি বিবৃতিতে এমনটাই ঘোষণা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানা যাচ্ছে, গতকাল রাতে ইউক্রেনের দাবিউব নদীতে অবস্থিত এক যুদ্ধজাহাজে নৌসেনার কামিকাজি সমুদ্র ড্রোন দিয়ে আঘাত হানা হয়। মুহূর্তের মধ্যে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে জলসমাধি হয় জাহাজটির। অন্যদিকে, ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন যে, জাহাজটি ডুবে গিয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত দুই নৌসেনাকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নিখোঁজ আরও অনেক। চলছে উদ্ধারকাজ। এক দশকেরও বেশি সময় ইউক্রেনের বৃহত্তম জাহাজ হিসেবে পরিচিত ছিল সিমফেরোপোল। রেডিও, ইলেকট্রনিক, রাডার এবং অপটিক্যাল দিয়ে সজ্জিত এই জাহাজটি লাগুনা শ্রেণির। এদিকে, রাশিয়া ফের ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। সরকারি হিসাবে, এ ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।
