আমুদরিয়া নিউজ: আমেরিকার সঙ্গে পারমাণবিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র চুক্তি যা আদতে আইএনএফ নাম বেশি পরিচিত, সেই চুক্তি থেকে সরে গেল রাশিয়া। একাধিক পথে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর উপর চাপ সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যেমন ভারত-সহ রাশিয়ার বাণিজ্যবন্ধু রাষ্ট্রগুলিকে বাড়তি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন, তেমনই প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভের যুদ্ধবিষয়ক মন্তব্যের পর দু’টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে ‘উপযুক্ত অঞ্চলে’ মোতায়েনের নির্দেশ দেন। নিজের সোশ্যাল মিডিয়াতে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার শব্দ সংযত করা দরকার। যেভাবে তাঁরা লাগাতার উসকানিমূলক মন্তব্য করে যাচ্ছে। তাতে করে নিজেদের যেন বিপদে পড়তে না হয়! রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভভ লাগাতার ভুল কথা বলে যাচ্ছেন। সেই অনুযায়ী আমি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি। যেগুলি অবশ্যই নিউক্লিয়ার সাবমেরিন। তবে বেশ কিছু এলাকায়।’ পাল্টা এবার রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সোভিয়েত যুগের চুক্তির প্রতি বাধ্যতামূলক শর্তগুলি বর্তমানে আর নেই। মস্কো আর পূর্ববর্তী বিধিনিষেধগুলি মানতে বাধ্য নয়। পাশ্চাত্যের দেশগুলিই ক্ষেপণাস্ত্র চুক্তি অস্থিরতা তৈরি করছে। যা রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকির। এই অবস্থায় আমেরিকার সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি (আইএনএফ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
