আমুদরিয়া নিউজ: বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। ২০২১ সালের অগাস্টে ক্ষমতা দখলের পর এই প্রথম কোনও দেশ তালিবান সরকারকে মান্যতা দিল। মস্কোয় আফগান দূতাবাসে আগের সরকারের পতাকার বদলে এখন উড়ছে তালিবানের সাদা পতাকা। রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসান হাসানকেও মস্কোর অতিথি হিসাবে মেনে নিয়েছে মস্কো। বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি, আফগানিস্তানের সরকারকে সরকারি স্বীকৃতি দেওয়া হলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।” রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, “আমাদের (রাশিয়া এবং আফগানিস্তান) ইতিহাসে এটা একটা বড় মাইলফলক হতে চলেছে।” প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই তালিবানের উপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার করে নিয়েছিল পুতিন প্রশাসন। তখনই জল্পনা ছড়ায় যে, মস্কোর স্বীকৃতি পেতে চলেছে তালিবান সরকার।
