আমুদরিয়া নিউজ : আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং তাদের কোনও শত্রুও নেই। তিনি জানান, আরএসএস কোনও রাজনৈতিক দল নয় এবং নির্বাচনী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নয়। সংঘের মূল লক্ষ্য সমাজসেবা, দেশপ্রেম জাগানো এবং মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা। মোহন ভাগবতের মতে, আরএসএসকে নিয়ে নানা ভুল ধারণা ছড়ানো হয়, কিন্তু সংঘ সবসময় দেশের কল্যাণে কাজ করে। তাঁর দাবি, সংগঠন মানুষের চরিত্র গঠন ও সামাজিক উন্নয়নে বিশ্বাসী এবং সকল মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়।