আমুদরিয়া নিউজ : এটিএমে টাকা ভরার জন্য যাচ্ছিল গাড়িটি। ৭ কোটি টাকা ছিল তাতে। রাস্তায় গর্ভমেন্ট অব ইন্ডিয়ার বোর্ড লাগানো একটি গাড়ি এটিএমে যাওয়ার মুখে রাস্তা আটকায়। তাঁরা আয়কর অফিসার হিসেবে পরিচয় দেয়, আই কার্ড দেখায়। তার পরে এটিএমগামী গাড়ির নিরাপত্তা রক্ষী, দায়িত্বপ্রাপ্তদের টাকার বাক্স সহ নিজেদের গাড়িতে তোলে। কিছু দূর যাওয়ার পরে নিরাপত্তা রক্ষী, এটিএমগামী গাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মীকে কাবু করে অস্ত্র দেখিয়ে একটি ফ্লাইওভারে নামিয়ে দেয়। ৭ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে যায়। গত বুধবারের ঘটনা। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সন্দেহভাজন লুঠেরারা দলে ৬ জন ছিল। একটি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতার করে টাকা উদ্ধার করার জন্য সবরকম চেষ্টা চলছে। যে সংস্থা টাকা জমা দেওয়ার দায়িত্বে ছিল তারা পুলিশে অভিযোগ দায়ের করেছে। সিসি ক্যামেরার সূত্রে কয়েকজনে পুলিশ চিহ্নিত করেছে।