আমুদরিয়া নিউজ: রয়্যাল বেঙ্গল টাইগারকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল অসমের কাজিরাঙ্গার গোলাঘাটে। গলা কেটে, দাঁত উপড়ে, ডোরা-কাটা চামড়া ছাড়িয়ে নিয়ে, চার পায়ের পাতা কেটে হত্যা করা হয়েছে ওই পূর্ণবয়স্ক বাঘটিকে। বৃহস্পতিবার সকালে অসমের গোলাঘাটের পাথারি এলাকায় একটি বাঘের দেহ উদ্ধারের খবর পান বনকর্মীরা। তাঁরা গিয়ে দেখেন রক্তাক্ত, ক্ষতবিক্ষত বাঘটির দেহ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল। মাঝেমাঝেই শিকারের খোঁজে গবাদি পশু খাচ্ছিল। এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। ক্ষুব্ধ গ্রামবাসীরা সেই কারণেই বাঘটিকে পিটিয়ে হত্যা করে বলে প্রাথমিক ভাবে মনে করছেন বন বিভাগের আধিকারিকেরা। অসমের মুখ্য বন্যপ্রাণ ওয়ার্ডেন (সিডব্লিউএলডব্লিউ) বিনয়কুমার গুপ্ত জানিয়েছেন, এই ঘটনায় কমিটি গঠন করে তদন্ত করা হচ্ছে।