আমুদরিয়া নিউজ: নির্মাণকাজ চলাকালীন চিনে সেতু ভেঙে মৃত্যু হল ৭ জনের। পাশাপাশি নিখোঁজ আরও ৯ জন। জানা গিয়েছে, শুক্রবার ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটে চিনের কিংহাই প্রদেশে। সেতুটি চিনের কিংহাই প্রদেশের হাইডংয়ের হুয়ালং এবং হুয়াংনান তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিয়ানঝা কাউন্টির সীমান্তে অবস্থিত। অন্যান্য দিনের মতো শুক্রবারও চলছিল ব্রিজ নির্মাণের কাজ। ভোর তিনটে নাগাদ হঠাৎ সেখানে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়, এরপরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইয়োলো নদীর উপর নির্মীয়মাণ ব্রিজের মাঝের অংশ। ব্রিজের একদিকের লোহার তার ছিঁড়ে সেতুর একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেছে চিন প্রশাসন। বিপুল সংখ্যায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ঘটনাস্থলে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।
