আমুদরিয়া নিউজ : যে দুজনকে অনেকে প্রায় বাতিল, বুড়ো ঘোড়া বলে কটাক্ষ করছিলেন, সেই রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন আইসিসির সেরা তালিকায় প্রথম দুটি জায়গা দখল করেছেন। বুধবার আইসিসি ওয়ান ডে ব্যাটাসম্যানদের যে তালিকা প্রকাশ করেছে তাতে প্রথমে রয়েছে রোহিতের নাম। দ্বিতীয়তে বিরাটের নাম। দুজনের ব্যবধান আট রেটিং পয়েন্টের। ২০২১ সালের এপ্রিল মাসেও কোহলি ১ নম্বরে ছিলেন। পরে সেই জায়গা দখল করেন পাক ব্যাটসম্যান বাবর আজম। বিরাট দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে ৩০২ রান করে ম্যান অব দি সিরিজ হয়েছেন।