আমুদরিয়া নিউজ: পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। রোমান ক্যাথলিক চার্চের ২৬৭তম পোপ নির্বাচিত হওয়ার পরে তাঁর নাম হল পোপ লিও (চতুর্দশ)। ৬৯ বছরের এই ধর্মযাজক ভ্যাটিকানের বিশপের ইনফ্লুয়েনশিয়াল অফিসের প্রধান এবং একজন মিশনারি। তাছাড়াও এই প্রথম মার্কিন নাগরিক হিসেবে তিনি পোপ হওয়ার নজির গড়লেন। রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। ৬৯ বছর বয়সি রবার্ট প্রিভোস্ট জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন পেরুর মিশনারিতে। ২০২৩ সালে তিনি কার্ডিনাল হন। এপ্রিলে প্রয়াত হন পোপ ফ্রান্সিস। তাঁর উত্তরসূরি কে হবেন, তা স্থির করতে কার্ডিনালদের সম্মেলন আয়োজন করা হয়। সেই সম্মেলনেই প্রিভোস্টকে পরবর্তী পোপ হিসাবে নির্বাচিত করা হয়।
