আমুদরিয়া নিউজ: রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের পটনায়। বুধবার রাতে পটনার রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা আরজেডি নেতা রাজকুমার রাই ওরফে আলা রাইকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আরজেডি নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজকুমারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সূত্রের খবর, বিহারে আসন্ন নির্বাচনে রাঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তাঁর। কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জমি নিয়ে বিবাদের জেরেই এই হ্ত্যাকাণ্ড। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।