আমুদরিয়া নিউজ: অস্কারের দৌড়ে ঋতাভরী চক্রবর্তী অভিনীত সিনেমা ‘পাপা বুকা’। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট দেশ পাপুয়া নিউগিনি, সেই দেশের সিনেমা এই প্রথম অস্কারের মঞ্চে নমিনেশন পেল। ফিচার ফিল্ম সেকশনে মনোনয়ন পেয়েছে এই ছবি। এটি ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বিজুকুমার দামোদরন। আর এই সিনেমারই প্রধান মুখ ঋতাভরী চক্রবর্তী। বেশি কিছুদিন আগেই এই ছবির কাজ শেষ করেছেন ঋতাভরী। সেই সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করে নিয়েছিলেন এই সিনেমায় কাজ করার একেবারে অন্যরকম অভিজ্ঞতা। তবে সেই সিনেমাই যে তাঁকে এত বড় সম্মান এনে দেবে, তা কল্পনাও করেননি ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর শেয়ার করে নিয়েছেন উচ্ছ্বসিত নায়িকা। ঋতাভরী লিখেছেন, ‘আমাদের সিনেমা ‘পাপা বুকা’ নিউ গিনি থেকে অস্কারের নমিনেশনে যাচ্ছে। পরিচালক বিজুকুমার দামোদরন ইতিহাস তৈরি করেছেন দুই দেশের সম্পর্ককে নিয়ে। আমি উত্তেজিত’। ছবিতে ঋতাভরীকে দেখা যাবে এক ইতিহাসচর্চাকারীর চরিত্রে।
