আমুদরিয়া নিউজ: যশস্বী জয়সওয়াল (১০১), শুভমান গিলের (১৪৭) পর সেঞ্চুরি হাঁকালেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। এদিন শোয়েব বশিরের বলে ছক্কা মেরে ১৪৬ বলে সেঞ্চুরি করেন তিনি। তারপর ডিগবাজি খেয়ে সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। টেস্টে সাত নম্বর শতরান হল পন্থের। ভারতের উইকেটরক্ষকদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরান তাঁর। ৪৪ টেস্টে এই কীর্তি করেছেন তিনি। একসময়ে মনে হচ্ছিল ভারতীয় দল পাঁচশোর বেশি রান করবে প্রথম ইনিংসে। কিন্তু পাঁচশোর গণ্ডিতে পৌঁছতে পারল না ভারত। বাকিরা রান না পাওয়ায় ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৭১ রানে। ইংল্যান্ড বোলারদের মধ্যে জশ টং ৮৬ রানে ৪টি উইকেট নেন। বেন স্টোকসও ৪টি উইকেট নেন।