আমুদরিয়া নিউজ : মেসির অনুষ্ঠানে যুবভারতীতে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে আরও ১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এই নিয়ে মোট ৬ জন গ্রেফতার হল। ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। তাঁর ঘিষ্ঠ একজনের ডাকনাম উল্লেখ করে বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গুরুতর অভিযোগ করেছেন। তাঁকে গ্রেফতারের দাবিও করেছে বিজেপি।