আমুদরিয়া নিউজ: কন্যা সন্তানের মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। র্যাপার এএসএপি রকি ও রিহানার এটি তৃতীয় সন্তান। পপ তারকা নিজেই তাঁর ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের এই সুখবর জানিয়েছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে সদ্যজাত সন্তানকে কোলে নিয়ে গায়িকাকে। অন্য ছবিতে দেখা যাচ্ছে বাচ্চাদের একজোড়া জুতোর ছবি। এএসএপি রকি ও রিহানা ক্যাপশনেই জানিয়েছেন তাঁদের মেয়ের নাম রেখেছেন রকি আইরিশ মায়েরা, যার জন্ম হয়েছে ১৩ সেপ্টেম্বর। রিহানার কন্যাসন্তান জন্ম হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত তার অনুরাগীরা। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে রিহানার ইনস্টাগ্রামের কমেন্ট বক্স।
