আমুদরিয়া নিউজ: আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রায় ১১ মাস পরে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানিয়েছে মৃতার পরিবার। শিয়ালদহ আদালতে সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। তবে ঘটনাস্থল ঘুরে দেখার আর্জিতে আপত্তি জানিয়েছে রাজ্য, টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাজ্যের যুক্তি, আরজি কর মামলা এখনও হাই কোর্টে বিচারাধীন। তাই আপাতত ঘটনাস্থল পরিদর্শনে কারও যাওয়ার অনুমতি নেই। যদিও সিবিআই জানিয়েছে, মৃতার পরিবারের আবেদনে আপত্তি নেই তাদের। সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত রায়দান স্থগিত রেখেছে।
